ত্রিপুরা-৯৫ & ৭৯
বিদর্ভ-২১৯
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। প্রত্যাশিতভাবেই পরাজিত হলো ত্রিপুরা। ৪ দিনের ম্যাচ শেষ হলো ২ দিনে। পর পর দুই ম্যাচেই ইনিংসে পরাজিত হলো রাজ্যদল। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্টিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয় ইনিংস এবং ৪৫ রানে। বিদর্ভের বিরুদ্ধে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতা পরাজয়ের অন্যতম কারন। ত্রিপুরার গড়া ৯৫ রানের জবাবে স্বাগতিক বিদর্ভ প্রথম ইনিংসে ২১৯ রান করেছিলো। ১২৪ রানে পিছিয়ে থেকে ত্রিপুরা দ্বিতীয় ইনিংসে মাত্র ৭১ রান করতে সক্ষম হয়। প্রথম দিনের ৪ উইকেটে ১২৮ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের দাপটে শনিবার মোট ২১৯ রানে গুটিয়ে যায় স্বাগতিক বিদর্ভ। দলের পক্ষে তুষার সূর্যবংশী ১১৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৪৬,দেবাশ ঠক্কর ৭৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং বেদান্ত দীঘাদে ৮৯ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন। ত্রিপুরার পক্ষে অভিক পাল ৫৬ রানে , অর্কজিৎ রায় ৬২ রানে ৩ টি করে এবং সপ্তজিৎ দাস কোনও রান না দিয়ে ২ উইকেট দখল করেন। ১২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে দ্বীপজয় দেব এবং শশিকান্ত বিন ৫৫ বল খেলে ২৮ রান যোগ করেন। এরপরই ত্রিপুরার শিবিরে নামে ধ্বস। শেষ পর্যন্ত ৩৩.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ত্রিপুরা মাত্র ৭৯ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে সপ্তজিৎ দাস ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, দ্বীপজয় দেব ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং শশীকান্ত বিন ২৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। বিদর্ভের পক্ষে প্রথম মহেশ্বরী ৩৯ রানে ৪ টি, পার্থ খুড়ে ২ রানে ৩ টি এবং অর্জুন ইংলে ১৩ রানে ২ টি উইকেট দখল করেন।