আগামী ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হেরিটেজ ফেস্ট’

আগরতলা, ২১ নভেম্বর: ত্রিপুরায় দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে ‘হেরিটেজ ফেস্ট’। আগামী ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে এই হেরিটেজ ফেস্ট। মঙ্গলবার যুব বিকাশ কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনের একথা জানিয়েছেন সংস্থার জনৈক সদস্য।

ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গোটা ভারতবর্ষের ২৫টি রাজ্য থেকে ৪৫০ জন যুবক-যুবতীরা আসছেন ত্রিপুরায়। আগামী ২৩ নভেম্বর বিকাল ৬টায়  মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাছাড়া, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিয়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য সরকারের কালচারাল এডভাইসারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী,  দিল্লি থেকে বিশ্ব যুব কেন্দ্রের অফিসার উদয় শঙ্কর সিং অফিসের জেনারেল ম্যানেজার লোকাল দাস।  

যুব বিকাশ কেন্দ্রের সভাপতি দেবাশীষ মজুমদার জানিয়েছেন,  ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যুবক-যুবতীদেরকে ন্যাশনাল ইন্টিগ্রেশনের প্রতি উৎসাহিত করা এবং রাজ্যের বিভিন্ন সাংস্কৃতির সঙ্গে দেশ-বিদেশের সাংস্কৃতির আদান-প্রদান। যুব বিকাশ কেন্দ্র মনে করে এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পোড়ানো ঐতিহ্য এবং সাংস্কৃতির প্রচার-প্রসার হবে এবং রাজ্যের বিভিন্ন পর্যটনেরও দেশ-বিদেশে প্রচার হবে। 

পাশাপাশি সংস্হার পক্ষ থেকে যুব বিকাশ কেন্দ্র রাজ্যের প্রত্যেক জনগণকে এ অনুষ্ঠানে আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর ২০২৩ সম্মিলিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *