খড়িবাড়ি, ৬ নভেম্বর (হি.স.) : শিলিগুড়ির বাংলা-বিহার সীমানায় ৪৩টি গরুসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল খড়িবাড়ি পুলিশ। ধৃতদের নাম জহরুল হুগ(২৮) বাড়ি বিহারের পূর্ণিয়া জেলায় ও মহম্মদ সেলিম(৩০) বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। সোমবার দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাংলা-বিহার সীমানার চেকরমারি এলাকায় নাকাচেকিংয়ের সময় সন্দেহজনক একটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় ৪৩টি গরু। গোরুগুলির কোনও বৈধ নথিপত্র দেখাতে না পারায় ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গোরুগুলো বিহার থেকে খড়িবাড়ি হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোরুগুলিকে স্থানীয় খোঁয়ারে রাখা হয়েছে। সোমবার দুপুরে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের কাছে ধৃতদের ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ।