আগরতলা, ৪ নভেম্বর: ত্রিপুরা পুলিশের নিরন্তর প্রচেষ্টার পরও রাজ্যে নেশা সামগ্রী পাচার করা পুরোপুরি বন্ধ হচ্ছে না। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা-চুরাইবাড়ি মূল সড়কে একটি গাড়ি থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সাথে দুই যুবককে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।
জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার খবর আসে গাড়ি করে প্রচুর নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে আজ দুপুরে কদমতলা – চুরাইবাড়ি মূল সড়কে উত পেতে বসে থাকে পুলিশ। সেই সময় কদমতলা – চুরাইবাড়ি মূল সড়কে টিআর০১বিডাব্লিউ৩০১ নম্বরের একটি গাড়িকে আটক করে পুলিশ। তাতে তল্লাশি চালিয়ে মোট ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সাথে দুই যুবককে আটক করে।
তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন সোনামুড়ার বাসিন্দা আবদুল রাসদ ও জসিম মিঞা।