নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর : আগামী ৪ নভেম্বর এনআইটি আগরতলার ১৬তম সমাবর্তন অনুষ্ঠান হবে। আয়োজিত অনুষ্ঠানটি হবে এনআইটি আগরতলা ক্যাম্পাসে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন, এনআইটি আগরতলার ডিরেক্টর প্রফেসর এস কে পাত্র।
তিনি জানান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আইআইটি খড়গপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক দামোদর আচার্য, আগরতলার বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান বিনোদ বাউরী সহ অন্যান্যরা।
প্রতিষ্ঠানের আগরতলায় বিটেক স্তরে নয়টি শাখা, এম.টেক স্তরে ২৪টি স্পেশালাইজেশন এবং ডুয়েল ডিগ্রী কোর্সে ছয়টি শাখা রয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে এনআইটি আগরতলায় চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম শুরু হয়। নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০-র নতুন কাঠামো অনুযায়ী মধ্যশিক্ষা পর্যায়ের শিক্ষার জন্য শিক্ষক প্রস্তুত করাই এই কর্মসূচির লক্ষ্য। অধিকর্তা জানান সমাবর্তন অনুষ্ঠানে ৪৫ জন পিএইচডি, ১১৭ জন ও ৫২ জন বিএস সহ বিভিন্ন কোর্সের গ্র্যাজুয়েটদের ডিগ্রী প্রদান করা হবে।