বস্তি, ৩ অক্টোবর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার ৪ তারিখ উত্তরপ্রদেশের বস্তি জেলায় আসবেন। বিমানে করে পুলিশ লাইনে নামার পর তিনি জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। এরপর তাঁর বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলার কর্মসূচি রয়েছে। এরপর উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠকও অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সিদ্ধার্থনগর এবং সন্ত কবির নগরের আধিকারিকরা ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন। যোগীর সফর সংক্রান্ত তথ্য জেলা ম্যাজিস্ট্রেট আন্দ্রা ভামসি জানিয়েছেন।
তিনি জানান, সার্কিট হাউসে কিছুক্ষণ থাকার পর মহর্ষি বশিষ্ঠ মেডিকেল কলেজ পরিদর্শন করবেন যোগী আদিত্যনাথ। এরপর শ্রী বালা স্টেশন রোডের আর্য সমাজের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর, জেলা ম্যাজিস্ট্রেট কালেক্টরেট অডিটোরিয়ামে আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে। আধিকারিকদের কর্মসূচি সংক্রান্ত দায়িত্ব হস্তান্তর করবেন মুখ্যমন্ত্রী যোগী।