ধর্মনগর, ৩০ সেপ্টেম্বর : জল নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ তীব্র আকার ধারণ করেছে। এখন আর বাক্ বিতন্ডা নয়, সরাসরি বিভিন্ন এলাকা থেকে শারীরিক নির্যাতনের অভিযোগ আসছে। শনিবার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ড নাগপাড়ায় গৃহবধূ মালতি মালাকার প্রতিবেশী অনন্ত মালাকার, তাঁর স্ত্রী সুনিতি মালাকার এবং ছেলে অমিত মালাকারের দ্বারা আক্রান্ত।
ঘটনার বিবরণে জানা যায়, মালতি মালাকার নাকি নিজ বাড়িতে মটর বসিয়ে সমস্ত পানীয় জল টেনে নিচ্ছে তাই গ্রামের প্রতিবেশীরা জলের সংযোগ থাকা সত্ত্বেও সঠিকভাবে পানীয় জল পাচ্ছে না। এই অভিযোগকে কেন্দ্র করে মালতি মালাকার কে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী অনন্ত মালাকার। ডেকে নিয়ে অনন্ত মালাকার ,তার স্ত্রী সুনিতি মালাকার এবং তাদের ছেলে অমিত মালাকার এই তিনজন মিলে মালতি মালাকারকে মারধর করে। পরবর্তী সময়ে মালতি মালাকার ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ এলাকায় যাবেন বলে আশ্বস্ত করে মালতি মালাকার কে বাড়িতে পাঠায়।

