আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। মঙ্গলবার তিন দফা দাবিতে এস এফ আই রাজ্য কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত হয় আগরতলা শহরে।
এদিন ছাত্র যুব ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পরিক্রমা করে। উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। তিনি সরকারের সমালোচনা করে বলেন,
বর্তমান রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারীকরণ করতে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার ক্ষেত্রে বৈষম্যতা সৃষ্টি করছে। অল্প অল্প করে গড়ে উঠা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। এমনই অভিযোগ করেন তিনি।
আরো বলেন, বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কয়েক গুন ফি বাড়ানো হচ্ছে। লাগাম ছাড়া ভাবে ছাত্রছাত্রীদের কাছ থেকে এ ফি আদায় করা হচ্ছে। তিনি অভিযোগ তুলে আরো বলেন বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে গোটা শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা হয়েছে। এতে করে বিদ্যাজ্যোতি প্রকল্পে অধীনে স্কুলগুলির মধ্যে ছাত্র-ছাত্রীরা চিন্তিত আগামী দিনে তারা বাংলা মাধ্যমে পরীক্ষায় বসতে পারবে কিনা। তাই এ জটিল পরিস্থিতি থেকে বের হয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সন্দীপন দেব।