আগরতলা, ১১ সেপ্টেম্বর : গত ১৫ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। অবশেষে আজ সকালে প্রতিবাদে অমরপুর-অম্পিনগর ভায়া তেলিয়ামুড়া সড়ক পথ অবরোধে করলেন রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এমপ্লয়িজ কলোনিরপ্রমীলা বাহিনী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
অভিযোগ, গত পনেরো দিন যাবৎ রাঙ্গামাটি এমপ্লয়িজ কলোনিতে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।ফলে নিত্যদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।এ বিষয় নিয়ে একাধিক বার প্রসাশনকে জানানো হলেও কোনো কর্নপাত করেননি।তাদের আরও অভিযোগ, মেশিনের গোলযোগ ও পঞ্চায়েতের পাম্প অপারেটরের গাফিলতির কারনেই পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে আছে।
অবশেষে আজ সকালে পথ অবরোধে বসেন তারা।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকরা।তারা অবরোধকারীদের সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।