আগরতলা, ১১ সেপ্টেম্বর।। তিপ্রামথা দলের অন্দরে ভাঙন। তিপ্রাল্যান্ড স্টেট পার্টি তিপ্রা মথা দল থেকে বেরিয়ে গিয়ে পৃথক সত্বা নিয়ে উপজাতিদের সাংবিধানিক দাবী আদায়ের লক্ষ্যে আন্দোলন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান তিপ্রাল্যান্ড স্টেট পার্টির নেতা শ্রীদাম দেববর্মা। তিনি জানান যে প্রত্যাশা নিয়ে তারা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন তিপ্রামথা দলে শামিল হয়েছিলেন তারা সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা আন্দোলন বিমুখ হয়ে পড়েছে। উপজাতিদের প্রত্যাশা পূরণে তাদের কোন আন্দোলন কর্মসূচি নেই। উপজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য তিপ্রাল্যান্ড স্টেট পার্টি আন্দোলন করতে বদ্ধপরিকর। শ্রীদাম বাবু জানান সংবিধানের ২ এবং ৩ ধারায় আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার আদায় করতে চায়। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বাধীন দল সাংবিধানিক দাবি আদায়ে মোটেই আগ্রহী নয় বলেও তারা মনে করেন। তিপ্রাল্যান্ড স্টেট পার্টি উপজাতিদের সাংবিধানিক অধিকার ফিরে পেতে চায়। তিপ্রামথা দলে থেকে এই দাবি আদায় করা কোনদিনই সম্ভব হবে না বলেও তারা মনে করেন। সে কারণেই তারা পৃথক সত্বা নিয়ে সাংগঠনিকভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বদ্ধপরিকর। রাজ্যের সভাপতি সম্পন্ন উপজাতি অংশের জনগণকে এই আন্দোলনে শামিল হওয়ার জন্য তারা আহ্বান জানান। শ্রীদাম দেববর্মা এদিন সাংবাদিক সম্মেলনে জানান, তিপ্রামথা থেকে আলাদা হয়ে গেলেন শ্রীদাম, দীনেশ দেববর্মা সহ আরও অনেকে। সোমবার শ্রীদাম দেববর্মার নেতৃত্বে পুনরায় “তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে” উজ্জীবিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হলো। এদিন আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন তিপ্রাল্যান্ড স্টেট পার্টির কনভেনার শ্রীদাম দেববর্মা এবং পার্টির অন্যতম সদস্য দীনেশ দেববর্মা। কেন তারা তিপ্রামথা থেকে আলাদা হয়েছেন? তার কারনও তুলে ধরেন তারা। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আগামী দিনে উপজাতিদের দাবি আদায়ের আন্দোলন আরো শক্তিশালী হবে।