নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি ভবনে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হল সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী প্রিন্স মহম্মদ বিন সলমন বিন আবদুল আজিজ আল সৌদকে। এই সময়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন মহম্মদ বিন সলমন। ভারতের আতিথেয়তায় আপ্লুত মহম্মদ বিন সলমন বলেছেন, ভারত ও সৌদির সুন্দর ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে কাজ করব।
রাষ্ট্রপতি ভবন চত্বরে রাষ্ট্রপতি মুর্মু ও প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে মহম্মদ বিন সলমন বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, “আমি ভারতে এসে খুবই আনন্দিত। আমি জি-২০ শিখর সম্মেলনের জন্য ভারতকে অভিনন্দন জানাতে চাই। অনেক ঘোষণা করা হয়েছে, যা জি-২০ দেশ ও বিশ্বকে উপকৃত করবে। আমরা উভয় দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে একসঙ্গে কাজ করব।” প্রসঙ্গত, ভারত-সৌদি বিনিয়োগ চুক্তির অধীনে দিল্লিতে ভারত ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এদিন।

