কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : কুণাল ঘোষকে বিদেশ যাত্রার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূলের মুখপাত্র কুণাল রাজ্যে সারদা মামলায় একজন অভিযুক্ত— এ কথা জানিয়ে, তাঁর বিদেশযাত্রা নিয়ে আপত্তি তুলেছিল সিবিআই।
মঙ্গলবার কলকাতা হাই কোর্ট সেই আপত্তি খারিজ করে জানিয়ে দিল, বিদেশ যাত্রা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তা ছাড়া কুণাল এর আগেও বিদেশে গিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইন ভাঙার কোনও অভিযোগ এ যাবৎ ওঠেনি।
আগামী ১২ সেপ্টেম্বর স্পেনের বাণিজ্য সম্মেলনে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাচ্ছেন রাজ্যের একটি প্রতিনিধি দলও। রাজ্যের শাসকদলের মুখপাত্র কুণালের সেই প্রতিনিধি দলের সদস্য হিসাবেই স্পেনে যাওয়ার কথা । কিন্তু যেহেতু তিনি রাজ্যের একটি তদন্তাধীন মামলায় অভিযুক্ত, সে জন্য তাঁর বিদেশযাত্রায় বাদ সাধে তদন্তকারী সিবিআই।
আদালতকে তদন্তকারী সংস্থাটি জানায়, এতে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে। মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে।
বিচারপতি বাগচি বলেন, ‘‘কুণাল অভিযুক্ত হলেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। তাই বিদেশ যাত্রা আটকানো যায় না। তা ছাড়া কুণাল বিদেশ গেলে তদন্তে কী ভাবে ক্ষতিগ্রস্ত হবে তা জানাতে পারেনি সিবিআই। এ ব্যাপারে তাদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণও দাখিল করতে পারেনি কেন্দ্রীয় সংস্থাটি। ’’ কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, এর পরেই সিবিআইয়ের আপত্তি নাকচ করে কুণালকে বিদেশ যাত্রার অনুমতি দেয় দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।