রাজ্যে প্রবেশের পথে ১০ কোটি টাকার হিরোইন সহ ধৃত ৩

আগরতলা, ২১ আগস্ট।। ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল উত্তর জেলার পুলিশ। ১০ কোটি টাকার হেরোইন সহ ধৃত ৩ জন। সোমবার সকাল সাড়ে ছয়টা নাগাদ অসম থেকে এম এন-০১-একে-৩১৩৯ নম্বরের একটি গাড়ি থেকে রাজ্যে প্রবেশের পথে চুড়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে একটি গাড়িকে আটক করা হয়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বেরিয়ে আসে বিপুল পরিমান হেরোইন। সঙ্গে গাড়িতে থাকা ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ১০০ টি সাবানের বাক্সে মোট এক কেজি তিনশো গ্রাম হিরোইন ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃত তিন পাচারকারীর নাম যথাক্রমে আব্দুল আলী(২৮) পিতা আব্দুল লতিফ, বাড়ি ত্রিপুরার সিপাহীজলা জেলার রহিমপুর, সমর কৃষ্ণ দাস(২৭) পিতা মানিক দাস, বাড়ি বক্সনগরে এবং অপর যুবকের নাম প্রসেনজিত দাস(২৩)পিতা তপন দাস বাড়ি বালুয়াচর। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আজই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *