আগরতলা, ১৩ আগস্ট : চুরির ঘটনা বন্ধ নেই রাজ্যে। প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটে চলেছে। শনিবার গভীর রাতে ফের চুরির ঘটনা উঠে এলো ঋষ্যমুখ এলাকা থেকে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবার গভীর রাতে ঋষ্যমুখ ব্লক এলাকায় দক্ষিণ সোনাইছড়ি বাজারে দুই দোকান চুরির ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়ী রাকেশ মজুমদারের দোকান থেকে আনুমানিক দেড় লাখ টাকার মালামাল চুরি হয়েছে। পাশে নন্দ দত্তের দোকানেও চুরি হয়। রবিবার সকালে ঘটনা প্রত্যক্ষ করে বাজারের ব্যবসায়ীরা। এদিকে ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এ বাজারে এর আগেও আরো বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজারে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।