BRAKING NEWS

জাতীয় হস্ততাঁত দিবস পালিত

আগরতলা, ৭ আগস্ট : আজ আগরতলার প্রজ্ঞাভবনে কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রণালয় এবং হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের যৌথ উদ্যোগে নবম জাতীয় হস্ততাঁত দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নয়াদিল্লিতে নবম জাতীয় হস্ততাঁত দিবসের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। নয়াদিল্লিতে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রজ্ঞাভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন হস্ততাঁত ও হস্তকার উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান বলাই গোস্বামী বলেন, হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। এতে রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সুদৃঢ় হয়। তিনি বলেন, রাজ্যে ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৫ জন হস্ততাঁত শিল্পী রয়েছেন। বর্তমানে রাজ্যে প্রায় ৯ কোটি টাকার হস্ততাঁত বস্ত্র ও অন্যান্য সামগ্রী বিক্রি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হস্ততাঁত, হস্তকার এবং রেশম শিল্প দপ্তরের অধিকর্তা এস প্রভু, কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের আগরতলাস্থিত তন্তুবায় সেবাকেন্দ্রের উপঅধিকর্তা লক্ষণ চন্দ্র বসাক, রেশম শিল্প দপ্তরের যুগ্ম অধিকর্তা নিমাই মুড়াসিং ও হস্তকার সার্ভিস সেন্টারের সহঅধিকর্তা রীমা সোনার। অনুষ্ঠানে এবছর রাজ্য হস্ততাঁত শিল্প, হস্তকারু ও রেশম শিল্পে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারীদের চেক ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ২০১৫ সালের ৭ আগস্ট থেকে কেন্দ্রীয় সরকার জাতীয় হস্ততাঁত দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *