নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার শিবনগরের কলেজ রোডে আনন্দমার্গ সুকল সংলগ্ণ একটি বেকারির সামনে পেছন দিক থেকে আসা একটি বাইক অপর একটি সুকটিকে ধাক্কা দিয়ে ফেলে জখম করে তাদের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এব্যাপারে আগরতলা পূর্ব থানায় মামলা দায়ের করা হলেও টাকা উদ্ধার কিংবা অভিযুক্তদের গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনার বিবরণে জানা যায়, বনকুমারী সাহা পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক হরিদাস দেবনাথ তার বিবাহিত কন্যাকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুহনীস্থিত এক্সিস ব্যাঙ্কে টাকা তোলার জন্য এসেছিলেন৷ ব্যাঙ্ক থেকে তিনি পাঁচ লক্ষ টাকা তুলেন৷ টাকাগুলি তুলে মেয়ের ব্যাগে রাখেন৷ ঐ ব্যাগে হরিদাস বাবুর মেয়ে মিঠু দেবনাথের চার হাজার টাকা প্যান কার্ড এবং সদ্য ব্যাঙ্ক থেকে তোলা আরো পাঁচ লক্ষ টাকা ছিল৷ টাকা নিয়ে সুকটি করে বাবা এবং মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন৷ তারা যখন কলেজ রোডে হাফ উঠছিল তখনই পেছন দিক থেকে এসে একটি মোটর বাইক সুকটিটিকে ধাক্কা দেয়৷ সুকটি নিয়ে ছিটকে পড়ে বাবা এবং মেয়ে দুজনই গুরুতরভাবে জখম হন৷ ঐসুযোগকে কাজে লাগিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বাইক নিয়ে আসা দুই যুবক৷ ঐ সময় ঘটনাস্থলের আশে পাশে কেউ ছিলেন না৷ ফলে, ছিনতাইকারীদের আটক করা বা তাদের সনাক্ত করা সম্ভব হয়নি৷ কিছুক্ষণের মধ্যে লোকজন তাদেরকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ পরবর্তী সময়ে ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ খবর পেয়েপুলিশ তদন্তে নামে৷ পদস্থ আধিকারিকরাও ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন৷ কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি৷ জানা গেছে, বনকুমারীর সাহা পাড়ার বাসিন্দা হরিদাস দেবনাথ বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেছিলেন৷ এরই মধ্যে স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার জন্য বেলুড় গিয়েছিলেন৷ সেখান থেকে ফিরে এসে পুনরায় নির্মাণ কাজ সম্পন্ন করতে বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন৷ আশঙ্কা করা হচ্ছে, ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময় ছিনতাইকারীরা বিষয়টি নজরে রেখেছিল৷ সুযোগ বুঝেই তাদের পিছু নেয় ছিনতাইকারীরা৷ ব্যাঙ্কের অভ্যন্তরে এই চক্রের কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঁকি ঝঁুকি দিচ্ছে৷ এই ঘটনার পর রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷
2016-04-29

