নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ সোনামুড়া – বিশালগড় ভায়া বক্সনগরের রাস্তাটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে৷ সংস্কারের উদ্যোগ নেই দপ্তরের৷বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বক্সনগর,সোনামুড়া ও বিশালগড় যাওয়ার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় নেতা বিধায়ক সহ কারোর কোন হেলদোল নেই৷এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন শত শত মানুষ চলাফেরা করে৷ এই রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন সময় গাড়ি ও বাইক দুর্ঘটনা ঘটে চলেছে৷এই রাস্তাটির বেহাল দশা নিয়ে গাড়ি চালক থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ এবং বিধানসভার বিধায়কদের প্রতিক্রিয়া তুলে ধরা হলো৷ এক চালক বলেন বক্সনগর বিশালগড় রাস্তার খুবই বেহাল পরিস্থিতি৷ একটু বৃষ্টি হলেই জল জমে যায়, গর্তের মধ্যে পড়ে গাড়ির পার্স নষ্ট হয় এবং ভেঙেচুরে যায, গর্তে পড়ে দুর্ঘটনাও ঘটে, চলাচলের অনুউপযোগী এই রাস্তা৷ রাস্তা চলাচলের যাত্রীরা জানান এই রাস্তার অবস্থা খুব খুবই খারাপ৷ বাড়ি থেকে বের হওয়া যায় না বৃষ্টি আসলে জল জমে থাকে৷ সংস্কারের কোন উদোগ নেই৷বাইক যানবাহন চলাচল করতে খুবই কষ্ট৷এই বেহাল রাস্তাটি নিয়ে বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের প্রতিক্রিয়া জানতে চাইলে বিশালগড় বক্সনগর রাস্তা সম্পর্কে তিনি সংবাদমাধ্যমের নিকট বলেন বিশালগড় নিচের বাজার হইতে বক্সনগর যাওয়ার পথে চেলিখলা এলাকা পর্যন্ত রাস্তাটির ৯০ শতাংশ অবস্থা খুবই খারাপ, তিনি অকপটে স্বীকার করেন৷ পাশাপাশি উনি এও বলেন, সেই রাস্তাটি দ্রুততার সহিত কাজ হবে, টেন্ডার হয়ে গেছে৷সরকার উদ্যোগ নিয়েছে যত সম্ভব তাড়াতাড়ি কাজ শুরু হবে৷১ কোটি ৯৮ লাখ টাকা কাজের ওর্ডার দেওয়া হয়েছে৷ বিশালগড় নিচের বাজার হইতে চেলিখলা পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা সমাধান হবে এবং মানুষের সমস্যা সমাধান দূর হবে ,সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে৷ কাজও দ্রুত গতিতে করা হবে৷ এই রাস্তাটির বেহাল অবস্থা নিয়ে বক্সনগর বিধানসভার বিধায়ক সামসুল হক বলেন ,গত দুমাস পূর্বে বক্সনগর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের অফিসে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্বে এক উন্নয়নমূলক জরুরী মিটিং হয়৷যেই খানে তুলে ধরা হয় বিশালগড় টু সোনামুড়া মোট ৪৫ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থার কথা৷ এটি একটি স্টেট হাইওয়ে রাস্তা৷সেই রাস্তার খুবই খারাপ অবস্থা সেই ব্যাপার নিয়ে তিনি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেন এবং বিধানসভা অধিবেশনে পয়েন্ট আউট নিয়ে দাবি করেন সোনামুড়া বক্সনগর বিশালগড় রাস্তাটি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে কাজকর্ম হলে রাস্তাটি খুবই ভালো হবে বলে তিনি আশাবাদী এবং অনুরোধ করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা যাতে দ্রুততার সহিত কাজটি করেন জনগণের কল্যাণের জন্য৷
2023-07-16