নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ড জুলাই৷৷ রক্তদান সম্পর্কে এখনও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে৷ এই বাধা দূর করতে পারলে আগামীদিনে জরুরি প্রয়োজনে কখনোই রক্তের অভাব হবে না৷ আজ বিশালগড় মহকুমার গোকুলনগরের তপোবন আশ্রমে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তপোবন আশ্রমে একটি যাত্রীনিবাসেরও দ্বারোদঘাটন করেন৷ আশ্রমে মুখ্যমন্ত্রী এদিন পুজোও দেন৷
রক্তদান শিবির ও যাত্রীনিবাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, রক্তদানের একটি আলাদা অনুভূতি রয়েছে, যার কোনও তুলনা হয় না৷ রক্তদানের ফলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের ফলে মুমূর্ষু রোগীরা যেমন উপক’ত হন তেমনি রক্তদাতাগণও লাভবান হন৷ বর্তমানে রাজ্যে প্রায় ৪২ হাজার ইউনিট রক্ত মজত রয়েছে, যা রাজ্যের প্রয়োজনের তুলনায় খানিকটা বেশি৷
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুুপ্রিয়া দাস দত্ত, বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় প’ায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলার পুলিশ সুুপার বি রেড্ডি ও বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস প্রমুখ৷ রক্তদান শিবিরে মোট ১১ জন রক্তদান করেন৷
2023-07-16