আগরতলা, ১২ জুলাই (হি.স.) : বিভিন্ন চুরি যাওয়া জিনিস পত্র সহ পাঁচ কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। সাথে দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া বিভিন্ন জিনিস পত্র সহ দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। সাথে পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ধৃত পাঁচ যুবককের মধ্যে এক যুবক গত ২ বছর ধরে বাবার মৃত্যু হয়েছে বলে হভিশ পোশাক পড়ে আর্থিক সহায়তার জন্য শহরের বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছিল। বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সে। চোর চক্রে তার কাজ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহণ করা। পরে সেই তথ্য দিয়ে সবাই মিলে চুরি সংঘটিত করতেন। সর্বমোট উদ্ধারকৃত জিনিসের বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।