মেক্সিকো সিটি, ৬ জুলাই (হি.স.): মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা স্টেটে একটি যাত্রীবাহী বাস গিরিখাতে উল্টে অন্তত ২৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়াও ২১ আহত হয়েছেন, তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা সঙ্কটজনক। স্থানীয় সময় অনুযায়ী, ৫ জুলাই বাসটি মেক্সিকো সিটি থেকে ওক্সাকার চালকাতঙ্গো দে হিডালগো যাচ্ছিল। তলাক্সিওতে মাগডালেনা পেনাস্কো চার্চের পিছনে বাসটি গিরিখাতে পড়ে যায়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২৫ মিটারের বেশি গভীর গিরিখাতে উল্টে অন্তত ২৭ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এছাড়াও ২১ আহত হয়েছেন। রাষ্ট্রীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, যাত্রীবাহী বাসের চালক ইউনিটের নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। মৃতদেহগুলিকে স্থানীয় অ্যাম্ফিথিয়েটারে স্থানান্তরিত করা হয়েছে এবং ১৭ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।