হাফলঙে যোগ দিবসের অনুষ্ঠান, উদ্বোধন মন্ত্রী নন্দিতার

হাফলং (অসম), ২১ জুন (হি.স.) : সমগ্র বিশ্বের সঙ্গে সংগতি রেখে ডিমা হাসাও জেলার বিভিন্ন প্রান্তে নবম যোগ দিবস পালন করা হয়। বুধবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ প্রাঙ্গণে স্বশাসিত পরিষদের উদ্যোগে এবং হাফলং এলএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সের ইন্ডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে যোগ দিবসের কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গার্লোসা। অনুষ্ঠানে বিভিন্ন যোগ সংগঠনের প্রশিক্ষকরা উপস্থিত সবাইকে যোগাভ্যাস করিয় যোগচর্চার উপকারিতা নিয়ে সবার মধ্যে সচেতনা সৃষ্টি করার পরামর্শ প্রদান করেন। আজকের যোগাভ্যাসে উপস্থিত ছিলেন সাংসদ হরেনসিং বে, ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।

এদিন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে স্বশাসিত পরিষদ প্রাঙ্গণে যোগ দিবসের কার্যসূচিতে যোগদান করে পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা দৈনন্দিন যোগচর্চার উপকারিতা নিয়ে বলেন, যোগ এবং প্রাণায়াম দৈনন্দিন চর্চার ফলে শরীর ও মনকে নিজের নিয়ন্ত্রণে রেখে এক সুস্থ জীবন-যাপন করা সম্ভব। তাই দৈনন্দিন যোগাভ্যাস ও প্রাণায়াম অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তাছাড়া যোগ দিবসের অনুষ্ঠানে ২০ জুন ডিস্ট্রিক্ট হেলথ সেন্টারের উদ্যোগে আয়োজিত যোগ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মুখ্য কার্যনির্বাহী সদস্য। ২০ জুন যে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, তা পার্বত্য পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে এবং এই যোগ প্রতিযোগিতায় বিজয়ী উত্তর কাছাড় পার্বত্য পরিষদের সদস্য প্রজিৎ হোজাইকে পুরস্কারমূল্য হিসেবে পার্বত্য পরিষদের হাজাডিসা নির্বাচন কেন্দ্রে একটি যোগ কেন্দ্র নির্মাণ করার জন্য সিইএমস স্পেশাল প্যাকেজের অধীনে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেন।

এদিন পার্বত্য পরিষদ প্রাঙ্গণে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য, প্রধানসচিব, পার্বত্য পরিষদের আধিকারিক সহ বিভিন্ন এনজিও-কর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *