তুইকর্মা: ১৯০/১০(৩৭.২)
কসমোপলিটন: ১৯২/৬(২০.১)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।। রাজদীপ দত্তের দুর্দান্ত শতক। সঙ্গে দারুন বোলিং জনক রিয়াংয়ের। দুই মিলে জয় দিয়ে সুপার লিগ সূচনা কসমোপলিটন ক্লাবের। হারিয়েছে তুইকর্মা যুব ক্লাবকে। চার উইকেটের ব্যবধানে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি ক্রিকেটের সুপার সিক্সের সুপার লিগের খেলা শুরু হয়েছে আজ, বুধবার থেকে। প্রথম ম্যাচে কসমোপলিটন ক্লাব ৪ উইকেটের ব্যবধানে তুইকর্মা যুব ক্লাবকে পরাজিত করেছে। শান্তির বাজারে বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে সকালে ম্যাচ শুরুতে টস দিতে কসমোলিটন ক্লাব প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ১০ মিনিট দেরিতে ম্যাচ শুরু হওয়ায় ওভার সংখ্যা ৪৯-এ স্থির হয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে তুইকর্মা যুব ক্লাব ৩৭.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে শুভঙ্কর রিয়াংয়ের ৩৬ রান এবং বাবু মগের ২৪ রান উল্লেখযোগ্য। কসমোপলিটন ক্লাবের জনক রিয়াং ৩৯ রানে চারটি এবং প্রসেনজিৎ বিশ্বাস ৩৬ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কসমোপলিটনের রাজদীপ দত্তের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে খেলে ৬ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। রাজদীপের মারকুটে ঝড়ো ব্যাটিং দর্শকদের অবাক করে তুলেছে। রাজদীপ ৬৯ বল খেলে ছয়টি বাউন্ডারি এবং ১৬ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৪১ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। তুইকর্মা যুব ক্লাবের হিমালেশ সাঙমা একাই চারটি উইকেট পেয়েছে। দিনের খেলা: মুহরিপুর জনকল্যাণ সমিতি বনাম রেক্স ক্লাব।