মণিপুরে একমাত্র মহিলা মন্ত্রী নেমচা কিপগেনের বাড়ি পুড়ে ছাই

মণিপুর, ১৫ জুন (হি. স.) : এবার হিংসার আগুনে পুড়ল মণিপুরের একমাত্র মহিলা মন্ত্রী নেমচা কিপগেনের বাড়ি। বুধবার রাতে ইম্ফল পশ্চিম জেলার লামফেল এলাকায় নেমচা কিপগেনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। যদিও সেই সময়ে বাড়িতে ছিলেন না নেমচা কিপগেন।

মণিপুরের শিল্পমন্ত্রী নেমচা কিপগেন কাংপোকপি কেন্দ্রের কুকি উপজাতির বিজেপি বিধায়ক। গত মাসের ৩ তারিখ থেকে কুকি এবং মেইটি সম্প্রদায়ের মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই জাতি সংঘর্ষ শুরুর পরে যে ১০জন কুকি বিধায়ক সেখানকার আদিবাসী-উপজাতিদের জন্য আলাদা প্রশাসনের দাবি করেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন নেমচা কিপগেন।অশান্তির শেষ নেই হিংসা বিধ্বস্ত মণিপুরে। গত কয়েকদিনে নতুন করে অশান্তি এবং হিংসা ছড়িয়েছে মণিপুরে। কারা মন্ত্রীর বাড়িতে এই আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি। যদিও কুকিদের অভিযোগ মেইটি সম্প্রদায়ের মানুষের দিকেই।