ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মে।।বৃষ্টিত মাঝপথে ভেস্তে গেলো ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মঙ্গলবার ঐকতান ক্লাবের মুখোমুখি হয়েছিলো যুবসমাজ ক্লাব। দশমীঘাট মাঠে ছিলো ম্যাচটি। সকালে বৃষ্টি হওয়ায় ম্যাচ শুরু হতে দেরি হয়। পরে টসে জয়লাভ করে ঐকতান ক্লাব প্রথমে ব্যাট নেয়। এবং ৯.১ ওভারে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৪৫ রান করার পর মুষলধারে বৃষ্টি নামে। শেষ পর্যন্ত খেলা শুরু করা যায়নি। ঐকতান ক্লাবের পক্ষে নির্মল পাল ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩, নালিনী বিশ্বাস ৯ এবং দিবাকর চক্রবর্তী ৮ রান করেন। যুব সমাজ ক্লাবের রাহুল দাস ২ উইকেট পেয়েছেন। ম্যাচটি ভেস্তে যাওয়ায় দুদলই ১ পয়েন্ট করে পেয়েছে।
2023-05-23