হাইলাকান্দি (অসম), ২২ মে (হি.স.) : মাধ্যমিক পরীক্ষার ফলাফলে বরাক উপত্যকার তিন জেলার মধ্যে হাইলাকান্দি জেলার ফলাফল কিছুটা ভালো। পাশের হার ৭৯.২০ শতাংশ। তবে এবারও জেলায় প্রথম দশের মেধা তালিকায় কোনও পরীক্ষার্থী স্থান করতে পারেনি।
এবার মাধ্যমিক পরীক্ষায় হাইলাকান্দি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮,৩৯১ জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ২,৩৪০ জন, দ্বিতীয় বিভাগে ৩,৩৩৬ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ৯৭০ জন পরীক্ষার্থী। তিনটি বিভাগ মিলে এবার জেলায় উত্তীর্ণ হয়েছে ৬,৬৪৬ জন। তবে এ বছরও হাইলাকান্দি জেলায় সরকারি বিদ্যালয়ের ফলাফল নিরাশাজনক হয়েছে বেসরকারি বিদ্যালয়গুলো থেকে।