বিসিসি:- ১৩৪/১০(৪১.৫)
পোলস্টার:- ১৩৫/৬(৩৭)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। পোলস্টার ক্লাব পেয়েছে রানার্স খেতাব। লীগের শেষ ম্যাচে বনমালীপুর ক্রিকেট ক্লাব অর্থাৎ বিসিসি-কে হারিয়ে এবারের মত রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হচ্ছে পোলস্টার ক্লাবকে। লীগ চলাকালীন দীর্ঘ সময় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে পোলস্টার ক্লাব চ্যাম্পিয়নের প্রত্যাশায় দিন গুণছিল। গত ১৮ মে ব্লাডমাউথের কাছে ৬ উইকেটে পরাজয়টাই পোলস্টারকে এককদম পিছিয়ে দিয়েছে। আজ, শনিবার লীগের অন্তিম দিনে এমবিবি স্টেডিয়ামে পোলস্টার ও বিসিসি পরস্পরের মুখোমুখি হয়েছিল। সকালে ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার ক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। বিসিসি প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৫০ ওভারের ম্যাচে ৪১.৫ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৩৪ রাম সংগ্রহ করে। দলের পক্ষে সাগর শর্মার ২৮ রান, জনক রিয়াং-এর ২৫ রান উল্লেখযোগ্য। পোলস্টারের সন্দীপ সরকার ৪০ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া অমরেশ দাস ও দ্বৈপায়ন ভট্টাচার্য ২টি করে এবং অরিন্দম বর্মন, কাজল সূত্রধর ও শিবম পান্ডে একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার ক্লাব ৩৭ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে শিভম পাণ্ডের অপরাজিত ৪৬ রান এবং ঋতুরাজ ঘোষ রায়ের ৩৩ রান উল্লেখযোগ্য। শিভম ৮০ বল খেলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে ৪৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। বিসিসি-র বোলার কমল দাস ২১ রানে ২টি উইকেট পেয়েছে। অভিজিৎ দেববর্মা, সাগর শর্মা ও সুভাষ চক্রবর্তী পেয়েছে একটি করে উইকেট। পোলস্টার ক্লাব চার উইকেটে জয় ছিনিয়ে দ্বিতীয় শীর্ষে অবস্থান করে প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে রানার্স খেতাব পেয়েছে।

