BRAKING NEWS

উত্তর প্রদেশের শহরাঞ্চলের নির্বাচনে বড় জয় বিজেপির, যোগী আদিত্যনাথকে সংবর্ধনা দলের

লখনউ, ১৩ মে (হি.স.): উত্তর প্রদেশের পৌরসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। যোগী আদিত্যনাথের রাজ্যে সম্প্রতি হওয়া ১৭টি পুরসভার ভোটের মধ্যে ১৭টি-তেই জিতল বিজেপি। মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটে খাতাই খুলতে পার না সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি। ১৯৯টি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে বিজেপি জিতল ৯৯টি-তে, ৩৮টি-তে জয় পেল এসপি, ১৮টি বিএসপি, কংগ্রেস জিতল ৪টিতে। আর নগর পঞ্চায়েতের ৫৪৪টি আসনের ৫৪৪টি আসনের মধ্যে বিজেপির দখলে গেল ১৯৩টি, অখিলেশ যাদবের দল জিতল ৮৬টি, মায়াবতীর দল পায় ৪৩টি ও কংগ্রেস জেতে ৬টি-তে।

শহরাঞ্চলের স্থানীয় নির্বাচনে বড় জয়ের পর লখনউয়ে দলের কার্যলয়ে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তাঁকে সংবর্ধনা দেন দলীয় নেতা, কর্মী, মন্ত্রীরা। যোগী আদিত্যনাথ বলেছেন, ২০১৭ সালে, বিজেপি ৬০টি আসন জিতেছিল। কিন্তু এই বছর আমরা শহুরে স্থানীয় সংস্থা নির্বাচনে দ্বিগুণেরও বেশি আসন জিতেছি। যোগীর কথায়, আমাদের মিত্র আপনা দল (সোনেলাল) সুয়ার এবং চানবে উপ-নির্বাচনে জিতেছে এবং সমাজবাদী পার্টিকে পরাজিত করেছে। নগর স্থানীয় নির্বাচন ও উপ-নির্বাচনে আমাদের সুযোগ দেওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই উত্তর প্রদেশ সরকার তাদের উন্নয়ন ও নিরাপত্তার জন্য কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *