নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): মোদীজির নেতৃত্বে জনগণের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে বিজেপি। কর্ণাটক বিধানসভা নির্বাচনের বিজেপির পরাজয়ের পর এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিজেপি কর্মীদের প্রতি কুর্নিশও জানিয়েছেন তিনি।
জে পি নাড্ডা শনিবার জানিয়েছেন, বিজেপি কর্ণাটকের জনগণের জনাদেশ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছে। আমি কর্ণাটক বিজেপির পরিশ্রমী কর্মকর্তাদের তাঁদের প্রচেষ্টার জন্য এবং যারা আমাদের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস দেখিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিজেপি জনগণের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে এবং গঠনমূলক বিরোধীদের ভূমিকা পালন করে তাঁদের আওয়াজ তুলে ধরবে।