উদীয়মান সংঘ আয়োজিত প্রীতি ফুটবলে আগরতলা প্রেসক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। মরশুমের প্রথম প্রীতি ফুটবল ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে আগরতলা প্রেসক্লাব। ‌ রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন হলেও ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা ছিল রামঠাকুর বয়েজ স্কুল মাঠে। আয়োজক উদীয়মান সংঘ। আগরতলা প্রেসক্লাব ন্যূনতম গোলের ব্যবধানে ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্টস্ অ্যাসোসিয়েশন-কে পরাজিত করলেও দর্শকাকীর্ণ মাঠে আসলে জয় হয়েছে ফুটবলের। কেননা ভিন্ন পেশায় সারাদিন নিয়োজিত থাকার পরও বিনোদনের উদ্দেশ্যে একদিন এইভাবে ফুটবলে মনোনিবেশ অতিথিদের পাশাপাশি দর্শকদেরও মন ভরেছে। বিজয়ী আগরতলা প্রেস ক্লাবের পক্ষে সন্তোষ গোপ প্রথমার্ধের ৯ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন। গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন দলের গোলরক্ষক অশোক সাহা দুর্দান্তভাবে পেনাল্টি সহ তিনটি নিশ্চিত গোল রক্ষা করে বেশ নজর কেড়েছেন। দু-দলের পক্ষেই বেশ কয়েকজন অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। খেলা শুরুর আগে প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কর্পোরেটর অঞ্জনা দাস, গ্রোসারি মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি খোকন সাহা, হকার্স মার্কেটের সভাপতি রানা ঘোষ, অর্গানাইজিং সেক্রেটারি রজত পাল প্রমূখ উপস্থিত ছিলেন। শুরুর প্রাক্কালে অতিথিবর্গ দু-দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং এই উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করে এ ধরনের সৌ-ভ্রাতৃত্ব মূলক আয়োজন নিয়মিত জারি রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। খেলা শেষে অতিথিবর্গ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি ও স্মারক উপহার তুলে দেন। ‌ ভাষ্যকারের ভূমিকায় প্রাক্তন ফুটবলার স্বপন মিয়া শুরু থেকে শেষ পর্যন্ত মাঠকে প্রাণবন্ত করে রাখেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেবরায়, আদিত্য দেববর্মা ও সুকান্ত দত্ত। দু দলের খেলোয়াড়রা হলো: আগরতলা প্রেসক্লাব:- অভিষেক দে (অধিনায়ক), অনির্বাণ দেব, মেঘধন দেব, সন্তোষ গোপ, সুজিত ঘোষ, সমীর ভৌমিক, সুমন সাহা, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, প্রসেনজিৎ সাহা, অনিমেষ শর্মা, প্রশান্ত দেব রায়, সুপ্রভাত দেবনাথ (ম্যানেজার)। ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্ট অ্যাসোসিয়েশন: তমাল পাল (অধিনায়ক), অমিতাভ পাল, অশোক সাহা, স্বপন মোদক, রজত পাল, রাজীব বৈদ্য, রামকৃষ্ণ পাল, বিশ্বজিৎ রায়, সমীর সাহা, কিষান সাহা, অভিজিৎ রায়, দীবাঙ্কর বণিক, সুশান্ত রায়, কাজল পাল ( ম্যানেজার)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *