সুকলকে দান করা জমির মালিকানা নিয়ে রঞ্জিত নগরে চাপানউতোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷  সুকলকে দান করে দেওয়া জায়গার বেরিয়ে এল মালিকানা৷ বন্ধ হয়ে পরেছে রাস্তা সংস্কারের কাজ৷  ক্ষুব্ধ এলাকাবাসী৷ ঘটনা শহরতলী রঞ্জিত নগর স্থিত রামপুর সুকল সংলগ্ণ এলাকায়৷ আজ থেকে বেশ অনেক বছর আগে রামপুর সুকলকে একটি পুকুর দান করে দিয়ে গিয়েছিলেন এলাকার একজন বিশিষ্ট নাগরিক৷ কিন্তু ২০১৭ সালে তৎকালীন এলাকার বিধায়ক রতন দাসের নেতৃত্বে সেই পুকুরকে ভরাট করা হয়েছিল৷  তৎকালীন সময়ে এলাকার কিছু জায়গা মাফিয়াদের দ্বারা জবর দখলে ছিল এই জায়গাটি৷  কিন্তু এই কিছুদিন আগে এলাকার রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল৷ তখনই বেরিয়ে আসে সেই জায়গার মালিকানা অবজেকশন দেয়া হয় রাস্তা নির্মাণ কাজ বন্ধ করার জন্য৷ এই ঘটনায় দুভর্োগের শিকার হচ্ছেন এলাকাবাসীরা৷  সংবাদমাধ্যমকে  এটাই তুলে ধরেন এলাকাবাসী৷ তারা বলেন যদি সুকলকে দান করে দেওয়া হয় জায়গাটি , তাহলে মালিকানা কোথা থেকে বেরিয়ে আসলো৷ এখন সেটাই প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ পাশাপাশি আগরতলা পুর নিগমের এই জায়গা যাচাই না করেই রাস্তার জন্য ওয়ার্ক অর্ডার দিয়ে দেয়৷   সেই অনুসারে আশি শতাংশ কাজ হয়ে যায় রাস্তার৷  আর সেই সময় মালিক এসে অবজেকশন দেয়নি৷  সেই রাস্তা নিয়ে তাই এখন এলাকাবাসী মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন যাতে তিনি নিজে উদ্যোগ গ্রহণ করেন৷  এই সমস্যার সমাধান করে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *