মুম্বই, ৩ মে (হি.স.) : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতির পদ থেকে শরদ পওয়ার সরে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন। একদিকে তাঁকে বোঝানোর চেষ্টা চলছে, অন্যদিকে নেতারাও কর্মীদের শান্ত করার চেষ্টা করছেন। বুধবার মুম্বইয়ের অডিটোরিয়ামে এনসিপি নেতাদের বৈঠক চলছে নতুন সভাপতি নির্বাচনের জন্য।
প্রসঙ্গত, মঙ্গলবার তাঁর বই প্রকাশের সময় শরদ পাওয়ার এনসিপি সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা করেন। এর পরে, বিধানসভার বিরোধীদলীয় নেতা অজিত পাওয়ার বলেন, শরদ পাওয়ার দুই-তিন দিনের মধ্যে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, কর্মীদের শান্ত থাকতে হবে। বুধবার অজিত পাওয়ার জানান, তিনি এনসিপি সভাপতি পদে আগ্রহী নন। তারা এটা নিয়ে ভাবতেও পারে না। এর পরে, ওয়াইভি চ্যাভন কেন্দ্রে প্রফুল প্যাটেল, সুপ্রিয়া সুলে, জয়ন্ত পাটিল, ছগান ভুজবল প্রমুখ নেতাদের একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে সুপ্রিয়া সুলে এবং প্রফুল প্যাটেলের নাম নিয়ে আলোচনা হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাক্তন মন্ত্রী ছগান ভুজবল বলেন, সুপ্রিয়া সুলে এবং প্রফুল প্যাটেলও দিল্লিতে কাজ করতে সক্ষম, তবে কর্মীদের শান্ত করার জন্য সুপ্রিয়া সুলেকে সভাপতি পদের দায়িত্ব দেওয়া উচিত। একইভাবে মহারাষ্ট্রের দায়িত্ব অজিত পাওয়ারকে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে বৈঠকে সকলের সম্মতিক্রমেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।