রুদ্রপ্রয়াগ, ২ মে (হি.স.): কেদারনাথের পথে বিপত্তি ডেকে এনেছে আবহাওয়া, বৃষ্টি ও তুষারপাত। অনবরত বৃষ্টি এবং ভারী তুষারপাতে কেদারনাথ যাত্রা ব্যাহত হয়েছে। পুণ্যার্থীদের সতর্ক করেছে প্রশাসন। বলা হয়েছে, কেদারনাথের পথে আপাতত আর এগোনো যাবে না। আবহাওয়ার উন্নতি হলে আবার যাত্রা শুরু করতে পারবেন তাঁরা। এই পরিস্থিতিতে আগামী ৩ মে অবধি কেদারনাথের জন্য পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেছেন, কেদারনাথে খারাপ আবহাওয়ার কারণে ৩ মে পর্যন্ত তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। হৃদযন্ত্রের সমস্যা অথবা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ১১ হাজার ফুট উচ্চতায় আসতে বাড়তি সতর্কতা প্রয়োজন।
রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ুর দীক্ষিত বলেছেন, উত্তরাখণ্ড | কেদারনাথে খারাপ আবহাওয়া এবং তুষারপাতের কারণে তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন ৪ মে পর্যন্ত বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে রেজিস্ট্রেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, ঋষিকেশে অবস্থিত যাত্রী রেজিস্ট্রেশন কেন্দ্রে শুধুমাত্র বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের জন্য নিবন্ধন করা হয়েছে এদিন।