অক্ষয় তৃতীয়ায় হালখাতা যাত্রা করাতে ভীড় লক্ষ্মীনারায়ণ মন্দিরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷  বাঙালির ১২ মাসে তের পার্বণ৷ আর এই ১৩ পার্বণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া৷ রবিবার ছিল অক্ষয় তৃতীয়ার শুভ তিথি৷  
শুধু বাঙালিই নয় , গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ৷ বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়৷ যে কোন কাজ সম্পন্ন করার জন্য এই দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ সংসৃকত অনুসারে অক্ষয় শব্দের অর্থ যার কোন ক্ষয় নেই৷ সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি৷ অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী ও গণেশ পুজোর আয়োজন করেন৷ অনেকে এদিন দোকানের  হাল খাতা যাত্রা করেন৷ শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন৷ এছারা বিভিন্ন মন্দিরে ভক্তরা ভীড় জমান৷ এদিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে৷ রবিবার রাজধানীর লক্ষী নারায়ণ বাড়ি মন্দিরে আসেন ভক্তরা৷ হাল খাতা যাত্রাতেও এই বছর যথেষ্ট ভীড় পরিলক্ষিত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *