নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পঞ্চরতন ভিলেজ এর পঞ্চ রতন হাই সুকলটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত৷ সুকলের সমস্যা আর সমাধানে ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী দীর্ঘদিন ধরেই রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছেন৷ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় গত ৪/৫ দিন ধরে সুকলের পঠন-পাঠন স্তব্ধ হয়ে পড়েছে৷ সুকলে তালা ঝোলালেন এলাকাবাসী৷ ঘটনা গন্ডাছড়া মহকুমার পঞ্চ রতন ভিলিজের পঞ্চরতন হাই সুকলে৷ এই সুকলের বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে৷ এলাকাবাসীর অভিযোগ , ওই বাউন্ডারি ওয়ালের ঠিকাদার সঠিকভাবে কাজ করছে না৷ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হচ্ছে৷ এলাকাবাসীর কোন অভিযোগ গ্রাহ্য করছেন না দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার৷ এমনভাবে কাজ করছেন যার ফলে সুকলের ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং রাতের বেলায় পাড়ার লোকেদের যাতাযাতে বিপদের সম্মুখীন হতে হচ্ছে৷ পঞ্চ রতন এলাকাবাসী একাধিকবার গন্ডা ছাড়া শিক্ষা দপ্তরের আই এসকে জানানো সত্যেও কোন হেলদোল নেই৷ তাছাড়া নেই ছাত্রছাত্রীদের বসার জায়গা ,বিদ্যুৎ নেই , প্রয়োজনীয় শিক্ষক নেই৷ বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত৷বাধ্য হয়েই এলাকাবাসী সুকলে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ আজ ৪-৫ দিন হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ সুকলের মূল ফটকের তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষক শিক্ষিকারা সুকলে গিয়ে গাছের তলায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বিমুখ হয়ে বাড়ি করে ফিরে আসতে বাধ্য হচ্ছেন৷ সুকলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এবং পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা করতে এলাকাবাসীর তরফ থেকে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে৷৷ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷
2023-03-27