সংহতি-১৩৩
স্ফুলিঙ্গ-১৩৪/৩
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।।দ্বিমুকুট জয়ের দোরগোড়ায় স্ফুলিঙ্গ ক্লাব। সহজেই সংহতি ক্লাবকে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয় সদ্য সুপার ডিভিশন লিগ ক্রিকেটে সেরা স্ফুলিঙ্গ। তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার। শনিবার নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ৭ উইকেটে পরাজিত করে সংহতি ক্লাবকে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সংহতি ক্লাবের গড়া ১৩৩ রানের জবাবে স্ফুলিঙ্গ ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের বিক্রম কুমার দাস ৬১ রান এবং চিরঞ্জীৎ পাল ৪ উইকেট পেয়েছেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় সংহতি। স্ফুলিঙ্গের পেশ এবং স্পিন আক্রমণে দিশেহারা হযে পড়ে সংহতি। এবং গুটিয়ে যায় মাত্র ১৩৩ রানে। দলের প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় সংহতি। দলের পক্ষে অমিত আলি ৩৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭, অভিজিৎ দে ৬৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৩, নিরুপম সেন চৌধুরি ২৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায।এ ১৮ এবং সঞ্জয় মজুমদার ১৮ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে চিরঞ্জীৎ পাল (৪/২৩), শ্রীদাম পাল (২/০) এবং বিক্রম দেবনাথ (২/১০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ওপেনিং জুটিতে বিক্রম কুমার দাস এবং জয়দীপ বনিক ৮১ রান যোগ করে দলের জয়কে নিশ্চিত করে দেন। বিক্রম ৮০ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৬১ রানে এবং বিক্রম দেবনাথ ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১১ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে জয়দীপ বনিক ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮ এবং শ্রীদাম পাল ২০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। সংহতির অভিজিৎ দে (৩/৩২) সফল বোলার।

