নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার বৈদিক ঐতিহ্য সংক্রান্ত একটি পোর্টালের উদ্বোধন করেছেন। বৈদিক ঐতিহ্য সম্পর্কে গবেষকদের জ্ঞান বৃদ্ধি এবং প্রাচীন ধর্মগ্রন্থ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এই পোর্টাল সাহায্য করবে । ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এই পোর্টালটি তৈরি করেছে।
এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি বলেন, বৈদিক হেরিটেজ পোর্টালে চারটি বেদের অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং আপলোড করা হয়েছে। তিনি বলেন, এই পোর্টালে ৫৫০ ঘণ্টার বেশি সময়কালের চারটি বেদের ১৮ হাজারেরও বেশি মন্ত্র রয়েছে। তিনি বলেন, ভারতের উন্নয়নের পাশাপাশি ঐতিহ্যের যত্ন নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।