কলকাতা, ২৩ মার্চ (হি. স.): প্রতিদিনই প্রায় হেরফের হচ্ছে সোনার দাম । গতকাল সোনার দাম কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার ফের চড়ল সোনার দাম। বৃহস্পতিবারের বাজার খুলতেই ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৬০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বাড়ল ৬৫০ টাকা। পিছিয়ে নেই রুপোও। সোনার পাশাপাশিই বৃহস্পতিবার দাম বাড়ল এই ধাতুরও। ১ কেজি রুপোর দাম বাড়ল ১০০০ টাকা।বৃহস্পতিবার ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫ হাজার ৪৮০ টাকা। ১০ গ্রাম গয়নার সোনার দাম যাচ্ছে ৫৪,৮০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার নতুন দাম ৫ হাজার ৯৭৮ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫৯,৭৮০ টাকা। এক কেজি রুপোর বাটের নতুন দাম ৭২,৬০০ টাকা।
দাম বাড়ল স্পট গোল্ডের। তার ফলে দেশীয় বাজারেও ঊর্ধ্বমুখী সোনার দর।