স্ফুলিঙ্গ:- ২০৯/৫(২৩)
ব্লাডমাউথ:- -১৩৬/১০(২২.৫)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ।।বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বড় ব্যবধানে জয় পেলো স্ফুলিঙ্গ ক্লাব। জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো সদ্য সুপার ডিভিশনে সেরা স্ফুলিঙ্গ ক্লাব। ২৩ মার্চ তৃতীয় কোয়ার্টার ফাইনাল স্ফুলিঙ্গ খেলবে ও পি সি-র বিরুদ্ধে। রবিবার স্ফুলিঙ্গ ৭৩ রানে পরাজিত করে ব্লাডমাউথ ক্লাবকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতায়। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে এদিন খেলা হয় ২৩ ওভারের। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের পর খেলা শুরু হওয়ায ওভার কমিয়ে আনা হয়। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান করে। দলকে বড় স্কোর গড়াতে মূখ্য ভূমিকা নেন মারকুটে ব্যাটসম্যান শ্রীদাম পাল। শ্রীদাম ৩৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১, জয়দীপ বনিক ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৪,বিক্রম কুমার দাস ২৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৮,সন্দীপ তোমর ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং অভিজিৎ সরকার ৬ বল খেলে১ ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। ব্লাডমাউথের পক্ষে স্বপন দাস (২/৬৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে জয়দীপ ভট্টাচার্য-র (৩/৩২) ভেলকির সামনে ১৩৬ রানে গুটিয়ে যায় ব্লাডমাউথ ক্লাব। দলের পক্ষে দিবাকর জহোরী ২৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, জয়ন্ত ভট্টাচার্য ৪৪ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩২ এবং রণদীপ পাল ২৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে জয়দীপ ছাড়া চিরঞ্জীৎ পাল (২/২২), শ্রীদাম পাল (২/২৮) এবং সন্দীপ তোমর (২/২৮) সফল বোলার।