আমবাসা(ত্রিপুরা), মার্চ ১৯(হি স) চরম অব্যবস্থার মধ্য দিয়ে হাতে গোণা কয়েকজন দর্শক নিয়ে রবিবার নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে আমবাসা টাউন হলে সম্পন্ন হল জেলা ভিত্তিক যুব উৎসব।
এদিন ভারত সরকারের যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে হয় জেলা ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা। উপস্থিত থাকার কথা থাকলেও আসেন নি জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ জেলার একঝাক শীর্ষ আমলারা। এই অনুষ্ঠানের জন্য আগরতলা থেকে দুরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও র সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয় নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। এদিক অনুষ্ঠান শুরুর এক ঘন্টা আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্থানীয় চিঠি শেয়ার করায় তা জানতে পারেন স্থানীয় সংবাদিকরা। তবে এতবড় অনুষ্ঠানকে কেন্দ্র করে কোন প্রচার না হওয়ায় স্থানীয় মানুষজন কোন কিছু জানতে পারেন নি। ফলে সুবিশাল টাউন হলে মাত্র কয়েকজনকে নিয়ে সম্পন্ন হল জেলা ভিত্তিক উৎসব।
এই ঘটনায় জেলা জুড়ে সাধারণ মানুষজন এবং শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্তদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।