কুশল স্মৃতি ওপেন টেনিস টুর্নামেন্ট শুরু : উদ্বোধন আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। কুশল জৈন স্মৃতি ওপেন টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে।‌ আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ টেনিস ইভেন্ট, কুশল ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩ আজ, শুক্রবার রাজ্য টেনিস কমপ্লেক্স, মালঞ্চা নিবাসে ড্র অনুষ্ঠান এবং ক্যাপ্টেনস মিট অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের ওপেন ডাবলসের পুল এ, ড্র করা দলগুলি হল বেঙ্গল, ত্রিপুরা হোয়াইট, আসাম, ওড়িশা এবং ওএনজিসি এছাড়া, পুল বি মিজোরাম, ত্রিপুরা ব্লু, কলকাতা স্পোর্টস, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ নিয়ে গঠিত। তিন দিনের জাতীয় র‌্যাঙ্কিং এ.আই.টি.এ চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৩-এ, স্থানীয় তারকা খেলোয়াড় টুইজিলাং দেববর্মা, বয়েজ সিঙ্গলস অনূর্ধ্ব ১৬ ড্রয়ে শীর্ষ বাছাই, অতীতের স্টেট মেট অভিরূপ সরকারকে ৯-১ ব্যবধানে হারিয়েছেন। এছাড়া, বাংলার দ্বিতীয় বাছাই মনোজিৎ ব্যানার্জিকে দরজা দেখিয়েছেন ওড়িশার অবাছাই অহন মিশ্র। ৯-১ ব্যবধানে জয় পেয়েছে মিশ্র। উভয় টেনিস ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হবে। ত্রিপুরা সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হতে সম্মতি দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রিয় বর্ধন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।