আদানি ইস্যুতে রাজভবনে ঘেরাও দিল্লি কংগ্রেস

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : বৃহস্পতিবার আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে রাজভবন ঘেরাও কর্মসূচি পালন করল দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটি। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অনিল কুমারের নেতৃত্বে ‘চলো রাজভবন অভিযান’-এর অধীনে, শত শত কংগ্রেস কর্মী আজ লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন ঘেরাও করে ও আদানি মামলার তদন্তের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবিতে।

এদিন, তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন,আদানি গোষ্ঠীকে লাভবান করার জন্য মোদী সরকারের জনবিরোধী নীতির কারণে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লক্ষ কোটি বিনিয়োগকারী ডুবে যাচ্ছে এবং দেশের প্রধানমন্ত্রী জনগণকে উত্তর না দিয়ে এ বিষয়ে নীরবতা পালন করছেন আদানি।
প্রাক্তন কংগ্রেস বিধায়ক অনিল ভরদ্বাজ আরও বলেন, শিল্পপতি গৌতম আদানি ইস্যুতে সংসদে সরকারকে রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মাননীয় মল্লিকার্জুন খাড়গের জিজ্ঞাসা করা প্রশ্নের কোনও উত্তর দেননি প্রধানমন্ত্রী মোদী। শাসক দল বিজেপির সাংসদরা আদানি ইস্যুতে বিরোধীরা আলোচনা করতে চাওয়ায় শোরগোল করে নিজেরাই পালিয়ে যাচ্ছেন।