ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।। ওএনজিসি-তে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইন্টার সেক্টর ওএনজিসি ভলিবল টুর্নামেন্টের উদ্যোক্তা ওএনজিসি এমপ্লয়িজ ওয়েলফেয়ার কমিটি। আগামীকাল শুরু হয়ে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা লীগ কাম নকআউট পর্যায়ে অনুষ্ঠিত হবে। চারটি সেক্টরের মধ্যে লীগ পর্যায়ে প্রতিযোগিতা শেষে শুরু হবে নকআউট পর্যায়ে খেলা। দুটি সেমিফাইনালের পর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল তিনটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আগামীকাল ও ১৭ মার্চ এর পাশাপাশি ১৮ মার্চ প্রথম বেলায় লীগ পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ বিকেলে দুটো সেমি ফাইনাল এবং শেষে ফাইনাল ম্যাচ হবে সন্ধ্যা ছয়টায়। বলা বাহুল্য, লীগ পর্যায়ের খেলা গুলি হবে বেস্ট অফ থ্রি সেট মেথডে এবং সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের খেলা হবে বেস্ট অফ ফাইভ সেট পদ্ধতিতে। ওএনজিসি ওয়েলফেয়ার কমিটির সেক্রেটারি আনোয়ার খান ক্রীড়াসুচি ঘোষণা করে প্রতিযোগিতা উপভোগ করার জন্য এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
2023-03-15