নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না। তাঁকে সময় দেওয়া হোক। ইডি সূত্রে খবর, অনুব্রত-কন্যাকে ফের তলব করা হবে।
গরু পাচার মামলায় গতকালই গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। গতকাল টানা জেরার পর তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে সুকন্যা গোয়েন্দাদের জানিয়েছেন তার নামে লগ্নি করা কোটি কোটি টাকার হিসেব তিনি কিছুই জানেন না। সবটাই জানেন তার বাবা অনুব্রত মণ্ডল এবং হিসাবরক্ষক মনীশ কোঠারি। দুজনেই বর্তমানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর হাতে গ্রেফতার। বুধবার সুকন্যা হাজিরা দিলে এদের তিনজনকে মুখোমুখি বসিয়েও জেরার সম্ভাবনা ছিল । মূলত সুকন্যার ৩৪ কোটি টাকার আয়ের উৎস নিয়েই জিজ্ঞাসাবাদ এবং তিনি গোরু পাচার চক্রের সাথে কিভাবে যুক্ত সেই বিষয়টাও খতিয়ে দেখতে চায় ইডি। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সুকন্যা মণ্ডলের এবং মণ্ডল পরিবারের নিয়ন্ত্রণে আর কোথায় কত টাকা লগ্নি করা আছে সেই বিষয়টি সম্বন্ধে পরিষ্কার হতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এর জন্য বুধবার সকালেই দিল্লি ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সুকন্যা মণ্ডলের । কিন্তু আজ দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সুকন্যা মণ্ডল। ইডি সূত্রে খবর, সুকন্যা জানিয়েছেন, তাঁর কিছু সমস্যা ও পূর্ব নির্ধারিত কাজ থাকায় আজ যেতে পারছেন না। তাঁকে সময় দেওয়া হোক। এখন প্রশ্ন উঠছে, গতকাল অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি হওয়ায়, এবার গ্রেফতার হওয়ায় আশঙ্কায় আজ হাজিরা এড়ালেন সুকন্যা?