সংসদ চালাতে চাইছে না সরকারই, কেন্দ্রের সমালোচনা করে বললেন অধীর চৌধুরী

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সংসদে অচলাবস্থার জন্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার অধীর চৌধুরী অভিযোগ করেছেন, সংসদ চালাতে চাইছে না সরকারই। একইসঙ্গে অধীর চৌধুরী বলেছেন, রাহুল গান্ধী কেন ক্ষমা চাইবেন? রাহুল গান্ধীর পরিবর্তে তাঁদের (কেন্দ্র) ক্ষমা চাওয়া উচিত।

লন্ডনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র সংক্রান্ত মন্তব্যকে ঘিরে মঙ্গলবার উত্তাল হয়েছে সংসদ। পাশাপাশি কেন্দ্রকে চেপে ধরতে আদানি ইস্যু নিয়ে হইচই করেছে বিরোধীরা। এ বিষয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “সরকার সংসদ চালাতে চায় না। কখনও কী এমনটা দেখা গিয়েছে, ক্ষমতায় থাকা একটি দলের সমস্ত সাংসদ সদস্য সংসদ স্থগিত করার জন্য হট্টগোল করে? রাহুল গান্ধীকে কেন ক্ষমা চাইতে হবে? পরিবর্তে তাঁদের (কেন্দ্র) ক্ষমা চাওয়া উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *