নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): লন্ডনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারতীয় গণতন্ত্র সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সরকার এবং বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনও কাজকর্ম বিঘ্নিত হয়েছে। পাশাপাশি আদানি ইস্যুতেও মঙ্গলবার উত্তাল হয়েছে সংসদের উভয়কক্ষ। বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, একইভাবে হইচই চলতে থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
আদানি ইস্যুতে মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতি-সহ বিভিন্ন বিরোধী দল। বেলা এগারোটা নাগাদ উভয়কক্ষের অধিবেশন শুরু হওয়ার পরও বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীরা, আর তাই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয়। লোকসভা ও রাজ্যসভায় এদিন আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবি জানান বিরোধীরা। আবার কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর লন্ডনের বক্তৃতার বিষয়টি সংসদে উত্থাপন করেন। বিরোধীদের তুমুল হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু’টো অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে অধিবেশন শুরু হলেও, একইভাবে হইচই চলতে থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব, এই পর্বের বাজেট অধিবেশন চলবে ৬ এপ্রিল পর্যন্ত।