সন্ত্রাসী ষড়যন্ত্র সংক্রান্ত মামলা : শ্রীনগর-সহ কাশ্মীরের ৬টি ঠিকানায় অভিযান এনআইএ-এর

শ্রীনগর, ১৪ মার্চ (হি.স.) : সন্ত্রাসী ষড়যন্ত্র সংক্রান্ত মামলাই শ্রীনগর-সহ কাশ্মীরের ৬টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার সকাল থেকে শ্রীনগর, কুলগাম, পুলওয়ামা, অনন্তনাগ ও শোপিয়ানে তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অভিযান চলছে।

পাকিস্তানি হ্যান্ডলারদের নির্দেশে বিভিন্ন ছদ্ম নামে পরিচালিত বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের ক্যাডার, ওভার গ্রাউন্ড ওয়ার্কার ও তাদের সহযোগী দ্বারা পরিচালিত জঙ্গি ও নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সন্দেহভাজনরা জম্মু ও কাশ্মীরে সাইবার-স্পেস ব্যবহার করে সংখ্যালঘু, নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করত। সেই মামলায় এদিন জম্মু ও কাশ্মীরের ৬টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে এনআইএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *