স্ফুলিঙ্গ:- ৩৫৩/৮(৫০)
সংহতি:- ১২৬/৮(২২.৪)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ।। সুপার ডিভিশন ট্রফি ঘরে তুললো স্ফুলিঙ্গ ক্লাব। সোমবার খেতাব নির্ণায়ক ম্যাচে সংহতি ক্লাবকে কার্যত বোতলবন্দি করে জয় তুলে নেয় স্ফুলিঙ্গ। আসরে ১০ ম্যাচ খেলে ৯ টি ম্যাচে জয় পেয়ে খেতাব জয় করে দীপক ভাটনাগরের ছেলেরা। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেতাব নির্ণায়ক ম্যাচে স্ফুলিঙ্গের গড়া পাহাড় সমান রানের নীচে চাপা পড়লো সংহতি। স্ফলিঙ্গের গড়া ৩৫৩ রানের জবাবে সংহতি ১২৬ রান করতে সক্ষম হয়। দলকে খেতাব জয় করাতে এদিন মূখ্য ভূমিকা নেন বিক্রম দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্স। প্রথমে ব্যাট হাতে ঝড়ো অর্ধশতরান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক হয়ে যান বিক্রম। এছাড়া দলের পক্ষে জয়দীপ বনিক, শ্রীদাম পাল এবং আনন্দ ভৌমিক অর্ধশতরান করেছেন। এক ম্যাচ আগেই স্ফুলিঙ্গ খেতাব বগলদাবা করে নিতে পারতো। যদিনা জে সি সি-র বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজিত না হতে হতো দলকে। তবে ভিনরাজ্যের ক্রিকেটারদের থেকে স্থানীয় ক্রিকেটাররা যে কোনও অংশে পিছিয়ে নেই তা প্রমান করলেন চিরঞ্জীৎ, মণিশঙ্কররা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে স্ফুলিঙ্গ পাহাড় সমান ৩৫৩ রান করে। শুরু থেকেই এদিন বড় স্কোর গড়ার দিকে এগুচ্ছিল স্ফুলিঙ্গ। শুরুতে বিক্রম কুমার দাস, জয়দীপ বনিক এবং শ্রীদাম পাল-রা যে স্বপ্ন দেখাচ্ছিলেন তাকে স্বার্থক রূপ দেন আনন্দ ভৌমিক এবং বিক্রম দেবনাথ। ওই ৫ জনের কঁাধে ভর দিয়েই বড় স্কোর গড়লো স্ফুলিঙ্গ। দলের পক্ষে শ্রীদাম পাল ৬৩ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৬, জয়দীপ বনিক ৮৩ বল খেলে৫ ২ টি বাউন্ডারির সাহায্যে ৫৮, বিক্রম দেবনাথ ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, আনন্দ ভৌমিক ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৫০, বিকরম কুমার দাস ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪১ এবং মণিশঙ্কর মুড়াসিং ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৪ রান। সংহতির পক্ষে মোহিত কল্যাণ (৩/৯৩) এবং স্বরব সাহানি (২/৫৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো করেছিলো সংহতি। ওপেনিং জুটিতে মোহিত কল্যাণ এবং কৌশল আচার্য ৪৩ বল খেলে ৬৩ রান যোগ করেছিলেন। এরপরই সংহতি শিবির ‘তাসের ঘরের’ মতো ভেঙ্গে যায়। দলের পক্ষে কৌশল আচার্য ৪৫ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, মোহিত কল্যাণ ২৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, ইমন হুসেন ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ এবং শারুখ হুসেন ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। চোট থাকায় দলের ২ জন ব্যাটসম্যান ব্যাট করতে পারেননি। স্ফুলিঙ্গের পক্ষে বিক্রম দেবনাথ (৪/২৩) এবং চিরঞ্জীৎ পাল (২/৪৮) সফল বোলার।

