জিবি হাসপাতালে চোরের দৌরাত্ম্য, বাড়ছে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ সম্প্রতি জিবি হাসপাতালের ডেডিকেটেড কোভিড সেন্টারে থাবা বসায় চোরের দল৷ নিয়ে যায় এসি-র পাইপ৷ এই বিষয়ে পুলিশকেও অবগত করা হয়৷ কিন্তু পুলিশ এই ঘটনার কিনারা করতে ব্যর্থ হয়েছে৷ এরই মধ্যে জিবি হাসপাতালে একের পর এক চুরির ঘটনার রহস্য সামনে আসতে শুরু করেছে৷ শুক্রবার জিবি হাসপাতাল থেকে উদ্ধার হয় চিকিৎসার কাজে ব্যহহুত পরিত্যক্ত বিভিন্ন সামগ্রী৷ এইনিয়ে হাসপাতাল জুড়ে চাঞ্চল্য দেখা দেয়৷ জিবি হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা রক্ষিরা এইদিন প্রত্যক্ষ করে হাসপাতালের এক সুলভ কর্মীর সহায়তায় স্টোর রুম থেকে এই সকল সামগ্রী গুলি বের করে নেওয়া হচ্ছে৷ তখন বেসরকারি নিরাপত্তা রক্ষিরা ঐ সুলভ কর্মীকে বাধা দান করে এবং হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকদের অবগত করে এই বিষয়ে৷ সম্প্রতি কোভিড ওয়ার্ড থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী এইদিন উদ্ধার হয়৷ জিবি হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষিরা স্পষ্ট জানান এই চুরির ঘটনার সাথে বিশ্বজিৎ নামে হাসপাতালের এক সুলভ কর্মী যুক্ত রয়েছে৷ কিন্তু এইদিন তাকে আটক করা সম্ভব হয় নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *