‘এমডিএ-০২ সরকার রাজ্যে অবৈধ খনন এবং কয়লা পরিবহণ রোধ করতে কড়া পদক্ষেপ নেবে’
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেওয়ায় তাঁদের কৃতজ্ঞতা ব্যক্ত
কনরাডেরশিলং, ৭ মার্চ (হি.স.) : আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে দফতর বণ্টন হবে নয়া মন্ত্রীদের। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে বলেছেন কনরাড কঙ্খল সাংমা। এছাড়া উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন প্রিস্টোন টাইনসাং ও স্নিয়াভলাং ধার। দুজনেই ক্ষমতাসীন ন্যাশনাল পিপলস ফ্রন্ট (এনপিপি)-র টিকিটে বিজয়ী বিধায়ক। এছাড়া পরিষদীয় মন্ত্রী পদে শপথ নিয়েছেন বিজেপির আলেকজান্ডার লালু হেক, এনপিপি-র আম্পারিন লিংডো সহ ১১ জন।
এদিকে আজ মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোট সরকারে সমন্বয় এবং টিমওয়ার্কের ওপর গুরুত্ব দিয়ে কনরাড বলেন, ‘একটি জোটে মতভেদ এবং অনেক সময় সমস্যার সৃষ্টি হয়। এর মধ্যেই আমাদের একসাথে কাজ করা এবং সৌহার্দ্যপূর্ণভাবে সমস্যাগুলি সমাধান করার উপায় খুঁজে বের করা উচিত। এক কথায়, সকলের মতামতকে সম্মান দিয়ে সরকার চালাতে হবে জোট সরকারের প্রধানকে।’
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-প্রধান কনরাড সাংমা টানা দ্বিতীয় মেয়াদে আজ এমডিএ-০২ সরকারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্ৰী পদে শপথ নিয়ে নতুন সরকারের প্রস্তাবিত কাজকর্ম সম্পর্কে তিনি বলেন, ‘রাজ্যের উন্নয়নে আমরা গত পাঁচ বছরে যে ভিত্তি স্থাপন করেছি সে সবের সফল বাস্তবায়নে এমডিএ-০২ সরকার কাজ করবে। আমরা যুব-উন্নয়ন এবং কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছি, দেবও। যুবাদের জন্য চাকরির সুযোগ তৈরি করা, বিশেষ করে আইটি সেক্টরে, শীর্ষ অ্যাজেন্ডা হবে নতুন সরকারের।’ তিনি বলেন, শিলং আইটি পার্কে ৩,০০০টি আসন রয়েছে। আরও ২০,০০০ আসন তৈরি করার চেষ্টা করা হবে। তবে ইতিমধ্যে ৫,০০০টি অনুমোদিত হয়ে গেছে।
মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, এমডিএ-০২ সরকার রাজ্যে যাতে কোনও অবৈধ খনন এবং কয়লা পরিবহণ না হয় তা নিশ্চিত করতে জন্য পদক্ষেপ নেবে৷ তিনি বলেন, তৃণমূল পর্যায়ে পৌঁছনোর বিভিন্ন প্রকল্পের সুবিধার সামগ্রিক দক্ষতা উন্নত হয়েছে মেঘালয়ে। এমডিএ-০১ সরকারের অসমাপ্ত সব কাজের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার মানদণ্ড উন্নয়ন, রাজধানী শহরকে যানজটমুক্ত করা এবং রাজ্যের পর্যটন সম্ভাবনাকে অগ্রাধিকার দেবে এমডিএ-০২ সরকার।’
আজ তাঁর মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেওয়ায় তাঁদের ধন্যবাদের পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন কনরাড সাংমা। বিগত পাঁচ বছর যেভাবে কেন্দ্রের সমর্থন পেয়েছেন, আগামী পাঁচ বছরও সেভাবে সমর্থন পাবেন বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা সহ উত্তরপূর্বীয় মুখ্যমন্ত্রীদেরও ধন্যবাদ জানিয়ছেন আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিতি থাকার জন্য।
১২ সদস্যের মেঘালয় মন্ত্রিসভায় আটজন এনপিপি, দুটি ইউডিপি, একটি বিজেপি এবং একটি হিল স্টেট পিপলস ডেমোক্ৰ্যাটিক পাৰ্টি (এইচএসপিডিপি)-র বিধায়ককে নেওয়া হয়েছে। আজ এনপিপি নেতৃত্বাধীন মেঘালয় সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন তাঁরা আবু তাহের মণ্ডল, কিরমেন শিলা, মার্কুইস এন মারাক, রাক্কান এ সাংমা, ড. আমপারিন লিংডো, পল লিংডো, কমিংগোন ইম্বন, আলেকজান্ডার লালু হেক (বিজেপি) এবং শাকলিয়ার ওয়ারজরি (এইচএসপিডিপি)।

