কলকাতা, ৬ মার্চ (হি. স.) : অর্থবিল নিয়ে আলোচনার আগে সোমবার ফের অধিবেশকক্ষ ত্যাগ করল বিজেপি। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে হই হট্টগোল শুরু করে গেরুয়া শিবির। বিধানসভার কক্ষে কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখানোর পর কক্ষত্যাগ করেন তাঁরা। বিরোধী দলনেতার অভিযোগ, বিধানসভাকে সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না।
গত ১৩ ফেব্রুয়ারি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিজেপি। জমা পড়েছিল বিধানসভায়। পাল্টা গত ৩ মার্চ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম স্পিকারের পক্ষে আস্থা প্রস্তাব আনেন। দুই বিষয় নিয়ে সোমবার বিধানসভায় আলোচনার কথা ছিল। প্রকাশিত বুলেটিনেও বিষয়টি বলা হয়েছিল। এদিন এ বিষয় নিয়ে আলোচনা চাইতেই স্পিকার বলেন পরে আলোচনা হবে।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, “১৬টি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলাম। স্পিকার জানালেন, ওঁর পক্ষে আস্থা প্রস্তাব জমা পড়েছে। কিন্তু এটা নিয়মবিরুদ্ধ। আমরা আইন মেনে পরবর্তী পদক্ষেপ যা নেওয়ার আমরা নেব। বিধানসভায় বেআইনি কার্যকলাপের প্রতিবাদ করেছি আমরা।”
স্পিকারের মন্তব্যের প্রতিবাদে বিধানসভার অন্দরে হই হট্টগোল জুড়ে দেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর উদ্দেশে ক্ষুব্ধ স্পিকার বলেন, “বিধানসভার নিয়মগুলি জেনে আসুন।” কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান তাঁরা। ২টো ১৮ মিনিটে ওয়াকআউট করেন। বাইরেও কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখায় বিজেপি বিধায়করা।